মির্জাপুরে সড়ক নিরাপত্তায় জেন্ডার প্রেক্ষিত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১১ পিএম, বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ৫০৮

আমাদের সড়ক, আমাদের গাড়ি; দুর্ঘটনা ও যৌন হয়রানি মুক্ত করি শ্লোগান নিয়ে মির্জাপুরে সড়ক নিরাপত্তায় জেন্ডার প্রেক্ষিত বিষয়ক স্কুল শিক্ষকদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার সকালে মির্জাপুর পৌরসভা মিলনায়তনে জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচীর সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাক এই কর্মশালার আয়োজন করে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে গাজীপুর সদরের সড়ক পার্শ্ববর্তী বিদ্যালয় সমুহের অর্ধশত সহকারি শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, ব্র্যাকের প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক আরিফ, মইনুল হোসাইন, এরিয়া ম্যানেজার আজমত আলী প্রজেক্টরের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন।