আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, সোমবার, ৫ মার্চ ২০১৮ | ৪০৯

ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং-এর সম্মানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেয়া নৈশভোজে অংশ নিতে সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।

এর আগে বেলা ১০ টার দিকে ভিয়েতনামের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সেখানে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়।

উল্লেখ্য, রবিবার তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং ও তার স্ত্রী গুয়েন থি হিয়েন।