নাগরপুরে প.প মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, সোমবার, ৫ মার্চ ২০১৮ | ৩৯৫

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চলমান নিয়োগ বিধিসহ ৬ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প.প মাঠ কর্মচারী সমিতি নাগরপুর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি অনুপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রতন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোছাঃ হেলেনা খানম, প্রচার সম্পাদক আব্দুল কাদের, সদস্য হাবিবুর রহমান, রুবিয়া আক্তার, আবুল হাসান প্রমূখ। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিতত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের এক নম্বর জাতীয় সমস্যা জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধ, শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যু রোধ কল্পে মাঠ পর্যায়ে FPI এবং FWA যুগের পর যুগ নিরলসভাবে কাজ করা সত্বেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

নিয়োগ বিধিসহ ৬ দফা বাস্তবায়ন হলে কাজের গতি বাড়বে বলে বক্তারা দাবি করেন। এক ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে নিয়োগ বিধিসহ ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের নিকট প্রদান করা হয়।