বাগাতিপাড়ায় জাসদ’র কর্মীসভা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৯ পিএম, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৪২

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জাসদের ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন কমিটির আয়োজনে ফাগুয়াড়দিয়াড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের মহাজোটের এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোয়জ্জেম হোসেন মধ্যম আয়ের দেশে পদার্পণে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তৃ-মাত্তৃক পরিকল্পনা ঘোষনা করে বলেন, বেকার সমস্যা সমাধান, সমাজকে দূর্ণীতি মুক্ত করণ ও সু-শাসন প্রতিষ্ঠা করা তার প্রধান কাজ হবে।

বেকার যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে বেকারত্ত দূর করার জন্য লালপুর-বাগাতিপাড়ায় প্রশিক্ষণ সেন্টার ¯থাপন করে প্রশিক্ষিতদের কর্মসং¯থান সৃষ্টির কথাও বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন কমিটির সভাপতি হযরত আলী।

বিশেষ অতিথি ছিলেন, জাসদ এর উপজেলা কমিটির সভাপতি ফারুক আলম মকুল, সহ-সভাপতি আসমত আলী নূরু, সিরাজুল ইসলাম, সেক্রেটারী আনোয়ার হোসেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সামছুল হক, লালপুর কমিটির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুবজোট সভাপতি আব্দুল বাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরিফুল ইসলাম/এইচএইচ