ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন, নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | ৭৬

ভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জয়সলমের থেকে যোধপুরগামী বাসটি যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর এপি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। আগুন দ্রুত পুরো বাসটিতে ছড়িয়ে পড়ায় যাত্রীরা বের হতে পারেননি।

রাজস্থানের স্থানীয় ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা মহন্ত প্রতাপ পুরি জানান, বাসের ভেতর থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরো একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়াও দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই বাসের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় চালক সড়কের পাশে বাসটি থামাতে সক্ষম হলেও, মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক বাস থামিয়ে যাত্রীদের নামানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি সামরিক ঘাঁটির কাছাকাছি হওয়ায় সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।

নিহতদের পরিচয় শনাক্তে প্রশাসন নিহতদের স্বজনদের তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ও ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।