শিশু মৃত্যুর ঘটনায় ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা


ভারতে তৈরি তিনটি কফ সিরাপের ব্যবহার ও বিতরণে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, এসব সিরাপে মাত্রাতিরিক্ত বিষাক্ত উপাদান পাওয়া গেছে। তাই সোমবার সংস্থাটির পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়। খবর সিএনএন।
একটি বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, তিনটি কফ সিরাপে ডাই ইথিলিন গ্লাইকল নামের বিষাক্ত রাসায়নিকের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে, যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে।
ডব্লিউএইচও তাদের বিবৃতিতে ওষুধগুলোকে কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর ও রিলিফ এর নির্দিষ্ট ব্যাচ হিসেবে চিহ্নিত করেছে। ওষুধগুলো তৈরি করেছে ভারতের তিনটি কোম্পানি— শ্রেসান ফার্মাসিউটিক্যাল, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস ও শেপ ফার্মা।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দোয়ারা জেলার কর্মকর্তা মো. আজাউ পান্ডে জানান, প্রথমে আক্রান্ত শিশুদের মধ্যে কাশি ও ঠান্ডা দেখা দিয়েছিল। পরে কিডনি বিকল হয়ে তাদের মৃত্যু হয়। পরবর্তী তদন্তে সিরাপগুলোতে অনুমোদিত সীমার চেয়ে বেশি পরিমাণে ডাই ইথিলিন গ্লাইকল পাওয়া যায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেসান ফার্মাসিউটিক্যালসের ‘কোল্ডরিফ’ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশের অন্তত ১৯ জন শিশুর মৃত্যু হলে তামিলনাড়ু কর্তৃপক্ষ কোম্পানিটির লাইসেন্স স্থগিত করে। একইসঙ্গে কোম্পানিটি বন্ধও করে দেয়া হয়।
ডব্লিউএইচও জানায়, প্রথমে রাজ্য কর্তৃপক্ষ ওই তিন কোম্পানিকে ওষুধ উৎপাদন বন্ধ ও তাদের অনুমোদন স্থগিত করে। একইসঙ্গে দূষিত ওষুধগুলোও বাজার থেকে প্রত্যাহার করে, যাতে এসব পণ্য রফতানি করা সম্ভব না হয়।
এর আগে, ২০২২ সালে গাম্বিয়া ও ইন্দোনেশিয়ায় ভারতীয় সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল।