দিঘুলীয়া সাকরাইল অটো সমিতি থেকে এটিএসআই আব্দুল হাই’কে বিদায় সংবর্ধনা


ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ও টাঙ্গাইল শহরের গুরত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে সর্বদা আলোচনায় থাকেন ট্রাফিক পুলিশের এটিএসআই আব্দুল হাই। যে কারনে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীর সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। আগামী ৪ অক্টোবর চাকরি জীবন থেকে অবসরে যাবেন তিনি।
দীর্ঘদিন টাঙ্গাইলে চাকরি সুবাধে এই জেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই কর্মবীর। তার চাকরির বিদায়ের খবরের টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করেছেন। তার শোভাকাঙ্খীরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া শুরু করেছেন।
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের দিঘুলীয়া এলাকায় এটিএসআই আব্দুল হাইকে দিঘুলীয়া-সাকরাইল ইজিবাইক মালিক চালক সঞ্চয় সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দিঘুলীয়া-সাকরাইল ইজিবাইক মালিক চালক সমিতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক এসএম আওয়াল মিয়া, সাধারণ সম্পাদক রাজু হোসেন, সহ-সভাপতি সুজন মিয়া, যুগ্মসম্পাদক আল আমিন প্রমুখ। আব্দুল হাই সবার কাছে নিজের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন।
এটিএসআই আব্দুল ১৯৮৫ সালে সালে খাগড়াছড়ি পুলিশ লাইনে যোগদান করেন। ৩৯ বছর পাঁচ মাস টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি জামালপুর সদরের বুজুজ্ঞা গ্রামের রুস্তম আলী ও হাজেরা বেওয়া দম্পত্তির দ্বিতীয় ছেলে। আব্দুল হাইয়ের দুই ছেলে এক মেয়ে রয়েছে।