নুরাল পাগলার দরবারে হামলা: সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশিত: ১২:০০ পিএম, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ | ৮৬
ছবি-বাসস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শনিবার গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ভোরে উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেছেন। আসামিদের বিরুদ্ধে পুলিশকে দায়িত্ব পালনে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। হামলার সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

রাশিদুল ইসলাম আরো বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

গতকাল শুক্রবার নুরাল পাগলার ‘দরবার শরিফে’ হামলা চালায় শত শত মানুষ এবং তার মরদেহ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ পরিদর্শক জানান, এই ঘটনায় কোনো হত্যা মামলা করা হয়নি।