‘সমসাময়িক সাংবাদিকতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষ মানবসম্পদ’


সমসাময়িক সাংবাদিকতায় দক্ষ মানবসম্পদের সংকটকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন বণিক বার্তার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
দেওয়ান হানিফ মাহমুদ বলেন, বর্তমানে সাংবাদিকতা পেশা একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। এ নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কিন্তু আমি যেটা দেখি সেটা হলো এ সময়ের সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষ মানবসম্পদের সংকট। বিভিন্ন কারণে এ পেশায় দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে না। এ সংকট মোকাবেলা করতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।
তিনি বলেন, যেকোনো পেশায় উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজন সে পেশার প্রতি অগাধ আগ্রহ। মার্ক টালি বা সামি আলহায থেকে আবুল মনসুর আহমদ, এনায়েতুল্লাহ খান বা হালের মতিউর রহমান সাংবাদিকতায় সফল হয়েছেন এ পেশার প্রতি তাদের অগাধ আগ্রহের জায়গা থেকে। আমি আশা করি বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকেও সফল সাংবাদিক তৈরি হবে।
এছাড়াও স্বাধীনতার পর এরশাদ পরবর্তী সময়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে স্বতন্ত্র উদ্যোগে সংবাদপত্রের বিকাশ শুরু হয়েছে বলে রাষ্ট্র ও সরকারের বাইরে গিয়ে আলাদা বয়ান তুলে ধরা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি রাকিব আহমেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন সহযোগী অধ্যাপক উজ্জল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক সাঈদ আল জামান প্রমুখ।
সুত্র:বণিক বার্তা