লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও সৃষ্টি শিক্ষা পরিবারের
শেখ কবিরসহ দু’জন পেল আজীবন সন্মাননা


লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও টাঙ্গাইলের সৃষ্টি শিক্ষা পরিবার লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক দুই পরিচালককে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য আজীবন সন্মাননা প্রদান করেছে। আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে এই সন্মাননা প্রদান করা হয়।
সন্মাননা প্রাপ্তরা হলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন ও লায়ন মোসলেম আলী খান।লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এটু’র গভর্নর ও সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম (বার), পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। স্বাগত বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন আবুল কালাম মোস্তফা লাবু। অনুষ্ঠানে লায়ন স্বদেশ রঞ্জন সাহা, লায়ন এমকে বাশার, লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ ও লায়ন নুরুল ইসলাম মোল্লাকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
এছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ১৯টি দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও দু’জন শারিরীক প্রতিবন্ধিকে হুইল চেয়ার দেয়া হয়। পরে সৃষ্টি শিক্ষা পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।