জাঁকজমকপূর্ন ভাবে হ্যাবিট ইয়ুথ ফ্যাস্টিভ্যাল-২০১৮ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ২৩৩৫

জাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে হ্যাবিট ইয়ুথ ফ্যাস্টিভ্যাল-২০১৮ টাঙ্গাইল জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট)।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।

হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা হাজী আবুল হোসেন এর স্ত্রী বেগম হোসনে আরা, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোবিন্দ চন্দ্র পাল প্রমুখ।

হাজী আবুল হোসেন ট্রাস্ট এর কো চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন এর সঞ্চালনায় হ্যাবিট এর দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ইয়ুভ ফ্যাস্টিভ্যাল স্থলে সৃষ্টি হয় এক মিলন মেলার।