ধনবাড়ীতে ভারত বনাম টাঙ্গাইল ফুটবল একাদশের টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ধনবাড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ৫২১

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভারতের অল ইন্ডিয়া ভেটারান ক্লাব বনাম বালাদেশের সোনালী অতীত ক্লাব টাঙ্গাইল একাদশের প্রতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) বিকেলে ধনবাড়ী জমিদার বাড়ীর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় ভারতের অল ইন্ডিয়া ভেটারান ক্লাব ফুটবল একাদশ বনাম বালাদেশের সোনালী অতীত ক্লাব টাঙ্গাইল ফুটবল একাদশকে ১ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন। 
  
এসময় ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, ওসি তদন্ত ইদ্রিস আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলাটি টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ,জামালপুর, শেরপুরসহ আশে পাশের জেলার হাজারো দর্শক দেখতে আসেন।