যশোর জেলা পরিষদ নির্বাচনে শার্শায় পিন্টু জয়ী


সারা দেশের ন্যায় এক যোগে যশোর জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শার্শা উপজেলায় হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ৭৩ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দী শহিদুল আলম ৬৭ (টিউবওয়েল), সাহেলা জেসমিন ৯৪ (মাইক), শাহান খাতুন ৫৩ (বল) ভোট পেয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে শার্শায় সাইফুজ্জামান পিকুল চেয়ারম্যান প্রার্থী হিসেবে (ঘোড়া) প্রতিক নিয়ে ১৩০ ভোট পেয়েছেন।
সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোয়ামে উৎসব মূখর পরিবেশে (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এবার জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা নির্দলীয় ভাবে নির্বাচনে অংশ নেন। নিজের মনপছন্দ মার্কা নিয়ে প্রার্থীরা নির্বাচন করেন।
নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী।