জেলা পরিষদ নির্বাচনে ঘাটাইল ওয়ার্ডে জয়ী ঠান্ডু


জেলা পরিষদ নির্বাচনে ঘাটাইল ওয়ার্ডে বিজয়ী হয়েছেন রোকুনুজ্জামান ঠান্ডু। তিনি টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৮৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবর রহমানের তালা মার্কায় প্রাপ্ত ভোট ৬২ টি।
এছাড়াও সুলতান মাহমুদ হাতি মার্কায় ৪০টি, আনিসুর রহমান তুহিন উটপাখি মার্কায় ৬টি ও জহিরুল ইসলাম জহির আটোরিক্সা মার্কায় কোন ভোট পাননি।
সংরক্ষিত মহিলা আসনে রাজিয়া সিদ্দিকী টেবিল ঘড়ি প্রতিকে ১৪৫টি ভোট এবং মিসেস নাছিমা বাসিত হরিণ প্রতিকে ৫০টি ভোট পান।
ঘাটাইল ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯৮ জন। ভোট প্রদান করেন ১৯৫ জন ভোটার।
সাধারণ সদস্য পদে ৫জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ঘাটাইল ওয়ার্ডে সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপুর্ন ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এবং ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।