ভূঞাপুরে সেনা সদস্য ও গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:০৮ পিএম, বুধবার, ১০ আগস্ট ২০২২ | ৪০১

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামে এক সেনা সদস্য ও ভারই গ্রামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তাদের মরদেহ ময়নাতদন্দের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বঙ্গবন্ধু সেনা নিবাসের ১১ আরই ব্যাটালিয়নের জাহাজ স্টাফ ও সিভিল ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছাইদুল ইসলাম(৩৭) স্ত্রী ও দুই ঠেলে নিয়ে ভূঞাপুরের নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে দশ বছরের শিশু ছেলে মাইনুদ্দিন বাড়ির উঠানে খেলা করছিল। তার মা ও বড় ভাই বাজারে গিয়েছিল। ছাইদুল ইসলাম বাড়িতে ফিরে গোসলে শেষে ঘরের-দরজা জানালা বন্ধ করে রুমের ভেতরে ধর্ণার(আড়া) সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানায়, সেনা বাহিনীর সিভিল সদস্য ও জাহাজের স্টাফ ছাইদুল ইসলাম প্রায় তিন বছর ধরে পাইলসের সমস্যায় ভুগছিলেন। সে কারণে যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।