মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াচ অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২১ পিএম, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ১০৮

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫১ তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২১ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াচ অনষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে নতুন নিয়োগ পদ্ধতিতে নিয়োগপ্রপ্ত ৬৮১ জন ট্রেইনি রিক্রুট অংশগ্রহন করে।

এসময় উপস্থিত ছিলেন, পিটিসি টাঙ্গাইলের ভারপ্রপ্ত কমান্ড্যান্ট মাহাবুবুর রহমান, পুলিশ হেডকোয়াটারের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজ সঞ্জিত কুমার রায় বিপিএম, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার  ট্রেইনি) আব্দুর রহমান শাহ্ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আখতার হোসেন, কুচকাওয়াজে অংশগ্রহনকারীদের ছালাম গ্রহন করেন এবং প্যারেট কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি মাঠ ও শরীরচর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনে টিআরসি জোবায়রুল হাসান শাহিন এবং আইন ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উজ্জল দাসের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবিক পুলিশ হয়ে ভুমিকা পালন করতে হবে। সরকার পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব পুলিশে রুপান্তর করতে কাজ করছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বংলার স্বপ্ন দেখেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের রুপকল্প ঘোষনা করেছেন সেই লক্ষে কাজ করতে হবে।

পরে প্রধান অতিথি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করেন।