কালিহাতীতে রাস্তার উপর ওয়েলডিং মেশিন জনদুর্ভোগ চরমে


টাঙ্গাইলের কালিহাতী-রতনগঞ্জ বল্লা সংযোগ সড়কের কালিহাতী বাসষ্ট্যান্ডে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক ওয়ার্কশপের নামে অবৈধ কারখানা। ওইসব অবৈধ কারখানায় সকাল থেকে রাত পর্যনÍ রাস্তার উপর ওয়েলডিং মেশিন বসিয়ে ফ্রেসার মেশিন, পাম্প, টিওবয়েলের চেসিসসহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরী করে আসছে।
ওয়েলডিং মেশিনের ঝালাইয়ের অতি বেগুনি রশ্মিতে মানুষের চোখ যেমন ঝাপসা হয়ে আসছে তেমনি প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের। প্রশাসনের নাকের ডগায় বসে এসব অবৈধ কার্যক্রম চালালেও নিরব ভ’মিকা পালন করছে। উপজেলা পরিষদের ভাইস চেয়্যাারম্যান বীরমুক্তিযোদ্বা আব্দুল মজিদ তোতা আইন শৃংখলা বিষয়ক সভায় ইতিপূর্বে এ রোডের যানজটের বিষয় নিয়ে উপস্থাপন করলেও কোন প্রতিকার হয়নি।
২৬ জানুয়ারি শুক্রবার কালিহাতী বাসষ্ট্যান্ডে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং এন্ড মেশিনারিজ কারখানায় গিয়ে দেখা যায়, শিশুদের দিয়ে রাস্তার উপরে যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে অবৈধ ড্রেজার মেশিনের পাম্পসহ যাবতীয় সরঞ্জাম তৈরী, গ্যান্ডিং মেশিনে লোহা কাটা, ঘষাঘষি, হাতুরি পিটানোর শব্দ, ঝালাইয়ের অতি বেগুনি রশ্মিতে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।
খোজ নিয়ে জানাযায়, এসব অবৈধ কারখানায় কোনরকম লাইসেন্স বা অনুমতি পত্র নেই। বাসষ্ট্যান্ড কবরস্থান জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম জানান, এখানে রয়েছে কবরস্থান, মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা। রাস্তার উপর বাইরা বারির শব্দ, ঝালাইয়ের বেগুনি রশ্মি ও এলোমেলোভাবে মালামাল রাখায় যাতায়াতের মারাত্বক সমস্যা হচ্ছে।
স্থানীয় কাউন্সিলর আ: ছালাম জানান, এটা একটা সমস্যাই। এব্যাপারে কালিহাতী পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক তুষার চন্দ্র পন্ডিত জানান, মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং এন্ড মেশিনারিজ কারখানায় গত তিন বছর যাবত পৌরসভার লাইসেন্স ফি বকেয়া রয়েছে।
অর্থাৎ তিন বছর যাবত ওই কারখানার মালিক আ: হামিদ অবৈধভাবে তার কারখানা চালিয়ে আসছে। কারখানার মালিক আ: হামিদ তিন বছর যাবত পৌরসভার লাইসেন্স নবায়ন না থাকার কথা স্বীকার করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নবায়ন করবো। এছাড়া ফায়ার সার্ভিস, পরিবেশের ছাড়পত্রসহ কারখানার প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেনি।
এব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।