টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ এএম, রোববার, ৫ জুন ২০২২ | ৪০০

নানা কর্মসূচির  মধ্য দিয়ে টাঙ্গাইলে রবিবার (৫ জুন)বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল এর যৌথ উদ্যোগে সকালে শহীদ স্মৃতি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরহয়। শোভা যাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমি  মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।  

জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনি'ও  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, প্রেসক্লাবের সভাপতি  জাফর  আহমেদ,পরিবেশ  অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহ-পরিচালক তুহিন আলম, তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর  প্রমুখ।

এসময় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।