মির্জাপুরে কালাজ্বর নির্মুলে অবহিতকরণ সভা


টাঙ্গাইলের মির্জাপুরে কালাজ্বর নির্মুল কর্মসূচীর উপর একদিনের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাযতনে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কালাজ্বর নির্মুল কর্মসূচী (এনকেইপি) আয়োজিত অবহিতকরন সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মুল কর্মসুচীর সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আলিমা আফরীন অলঙ্কার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক এম হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।
অবহিতকরন সভায় ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কালাজ্বর নির্মুলে করনীয় এবং কালাজ্বরের রোগী সনাক্তকরন ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।