টাঙ্গাইলে ড্রাগন চাষীদের সম্মেলন
ড্রাগনে চাষে কীটনাশক ও রাসায়নিক সার না ব্যবহারের পরামর্শ


ড্রাগন চাষের মান উন্নয়নসহ ফলন অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষে ড্রাগনের গাছে নানা ধরণের কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে গুরুত্ব বাড়াতে টাঙ্গাইলের ঘাটাইলে শতাধিক ড্রাগন চাষীদের নিয়ে পরামর্শ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) বেলা ১১ উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে 'বাংলাদেশ ড্রগন ফার্ম এসোসিয়েশন' সংগঠন প্রথম মহা সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে প্রকৌশলী আবু হাসনাত তালুকদার মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ড্রাগন চাষী আব্দুল হালিম ভূইয়া, দ্বীপ এগো ফার্মের প্রতিষ্ঠাতা আল-আমিন শোভন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- ড্রাগন চাষী লিটন মিয়া, আল আমিন, আব্দুল্লাহ আল মামুন, আজমত হোসেন, মাহফুজুর রহমান মাফী, শহিদুল ইসলাম শহিদ, তানভীর তাজ মেহেদী প্রমুখ।
এসময় ড্রাগন চাষের মান উন্নয়ন ও ফলন বৃদ্ধির লক্ষে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের গুরুত্ব বিষয়ক নানাধিক ড্রাগন চাষীদের পরামর্শ দেন বক্তারা। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা শতাধিক চাষী অংশ নেন।