টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা


“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুর হুসাইন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শাহীন রুবা আক্তার প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।