নাগরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. ওয়াহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সাবেক না.স.ক অধ্যক্ষ মো. শাহআলম মিয়া, অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, তদন্ত কর্মকর্তা মো. জাঙ্গাগীর আলম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, মো.শাহীদুল ইসলাম খান অপু, শেখ সামছুল, শেখ জজ কামাল, মো. শরিফুল ইসলাম শরিফ, সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ পৌদ্দার ও বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী কান্ত সাহা প্রমুখ।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অধিকতর সুচারুপে বাস্তবায়নের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড কে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।