'বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে পাকিস্তান'


স্বেচ্ছাসেবী সংগঠন মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (মেড) আয়োজিত সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের অগ্রগতি দেখে পাকিস্তান ঈর্ষান্বিত। পাকিস্তানের মুদ্রার মূল্য আমাদের টাকার প্রায় অর্ধেক। এ কারণে পাকিস্তান জঙ্গিবাদ ও মৌলবাদ সৃষ্টি করে বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দিতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘একুশ থেকে একাত্তর : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ’ শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন মেড'র উপদেষ্টা ও ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) সভাপতি বাসুদেব ধর।
সভায় বক্তারা বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ‘বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির ওপর পাকিস্তানের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনো বন্ধ হয়নি। ৫২’র ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধে আমরা পাকিস্তানিদের পরাজিত করে সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছি। কিন্তু এখনো বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি পাকিস্তান ও তাদের অনুসারীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
বক্তারা বলেন, ৫২-তে উর্দুকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এই বলে যে উর্দু হচ্ছে মুসলমানদের ভাষা, ইসলাম ধর্মের ভাষা। বিষয়টি অসত্য। কিন্তু পাকিস্তানের কোনো প্রদেশেই কিন্তু প্রাদেশিক ভাষা উর্দু নয়। মুসলিম বিশ্বেও আরবি মুসলিমদের ভাষা নয়। তুর্কি, পারসি মুসলিমদের ভাষা নয়। পাকিস্তানিরা একটি সাম্প্রদায়িক চেতনা থেকে একটি ভাষার চরিত্র নির্ধারণ করেছিল। বলা হয়েছিল বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা আর উর্দু হচ্ছে মুসলিমদের ভাষা। একটি অসত্য চিন্তা দিয়ে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে এই ভাষাকে চিহ্নিত করার চেষ্টা হয়েছিল। সংস্কৃতিগত ও জাতীয়তাবাদী চেতনার জায়গা থেকে তুলে ফেলা এবং সাম্প্রদায়িক চরিত্র দিয়ে একটি ভিনদেশি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ভাষা আন্দোলন হয়েছে এবং সেই পথ ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি।