টাঙ্গাইল-৭ উপনির্বাচন

দিনভর প্রচারনায় কেন্দ্র, জেলা, উপজেলা নেতৃবৃন্দ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২ পিএম, রোববার, ৯ জানুয়ারী ২০২২ | ৫৩৩

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী খান আহমেদ শুভকে বিজয়ী করার লক্ষে দিনভর প্রচারনায় ব্যাস্ত সময় পার করেছেন আ.লীগের কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বেলা তিনটায় মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আ.লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আ.লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, নৌকার প্রার্থী খান আহমেদ শুভ, টাঙ্গাইল সদরের এমপি ছানোয়ার হোসেন, গোপালপুর-ভুয়াপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, প্রমুখ।

এর আগে সকাল দশটায় একই স্থানে উপজেলা যুবলীগের উদ্যেগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।