মির্জাপুর নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই


আনুষ্ঠানিক উৎসব না হলেও টাঙ্গাইলের মির্জাপুরে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা গুলোতে এই বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এ উপজেলায় ১৭০টি প্রাথমিক বিদ্যালয়, ৫৪টি মাধ্যমিক ও ১৪টি দাখিল মাদ্রাসা রায়েছে। আনুষ্ঠানিক উৎসব না হলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষাথীর্থের মধ্যে উৎসব বিরাজ করছে।
মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিকা আফরিন আদ্রিতা ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী জিসান হোসেন আলভী বলে, নতুন বছরে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত। বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইমামুল মুরসালিন আরাফ জানায়, বছরের প্রথম দিনে নতুন ক্লাসে এসে নতুন বই পেলাম এটা আমার কাছে খুবই আনন্দের ও মজার।
মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান বলেন, উৎসব না থাকলেও আমরা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন ব্ই বিতরণ করছি।