মাভাবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি গঠনে জীবন বৃত্তান্ত সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫ পিএম, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ | ২৩১৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠনের উদ্দেশ্যে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের গ্যালারী রুমে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল ও প্রধান বক্তা হিসেবে সহ-সম্পাদক শেখ আরজু বক্তব্য রাখেন। এসময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে ৫৭ জন পদ প্রত্যাশী জীবন বৃত্তান্ত জমা দেয়। 

এছাড়া সরকারি সাদত কলেজ থেকে অনার্স সম্পন্ন করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত হাবিবুর রহমান সুজন জীবন বৃত্তান্ত জমা দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী না হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রীবৃন্দ তা প্রত্যাখান করে। 

গত সোমবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের গ্যালারী রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়।