ফের সড়কে শিক্ষার্থীরা, রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | ৪২৬

ফের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ময়লার ট্রাকের ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।  রামপুরায়ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে নটর ডেম কলেজের সামনেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো- সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও সড়ক আইনে কঠোর শাস্তির বিধান করা। শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিলেন। তখন বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চায়। আজকের (৩০ নভেম্বর) মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে দুপুরের দিকে বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে তারা।

সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কয়েক দিন ধরে গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজ দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন।