দেশের বাজারে করোনার মুখে খাওয়ার ওষুধ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ | ৪০৮

দেশের বাজার পাওয়া যাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা এ ওষুধ বাজারে এনেছে। এটির জেনেরিক সংস্করণের নাম হবে ‘ইমোরিভির’।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুখে খাওয়ার প্রতিটি ওষুধের বাজার মূল্য ধরা হয়েছে ৭০ টাকা। চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে সংক্রমণ প্রতিরোধে ৪০টি পিল খেতে হবে। যার বাজার মূল্য হচ্ছে ২ হাজার ৮০০ টাকা।

এর আগে করোনার চিকিৎসায় মুখে খাওয়ার এই ওষুধ জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (৯ নভেম্বর) গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন অধিদপ্তরের একজন সহকারী পরিচালক।