নাগরপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৪ পিএম, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | ৫৫৭

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

আলোচনা শেষে ১১টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রার্থীরা হলেন. সদর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  মো. কুদরত আলী, সহবতপুর-মো. আনিসুর রহমান আনিস, বেকড়া-মো. শওকত হোসেন, ধুবড়িয়া-মো.মতিউর রহমান, সলিমাবাদ-মো. শাহীদুল ইসলাম খান অপু, গয়হাটা-শেখ সামছুল হক, মামুদনগর-শেখ মো. জজ কামাল, ভাদ্রা-মো. হামিদুর রহমান লালন, দপ্তিয়র-আব্দুল হাসেম মিয়া, পাকুটিয়া-মো. শামিম খান, মোকনা-মো. শরিফুল ইসলাম শরিফ।

 এ সময় উপজেলা আওয়ামীলীগ ও ১২টি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।