টাঙ্গাইলে গণঅনশন কর্মসূচী পালন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | ৩৯২

সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকার কর্তৃক জিরো টলারেন্স ঘোষণা দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবানে টাঙ্গাইলে গণঅনশন কর্মসূচী পালন করেছে সনাতনধর্মাল্বীরা।

শনিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের আদালতপাড়া পূজা মন্ডপ চত্ত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ গণঅনশন কর্মসূচী পালান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক সাধণ চক্রবর্তী, টাঙ্গাইল ও গাজীপুর জেলা শাখার ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, টাঙ্গাইল ইস্কনের সাভাপতি শ্রীধর দাস প্রমুখ।