টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬ জন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:২১ পিএম, শনিবার, ১০ জুলাই ২০২১ | ৪৩৩

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক জনের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট শনাক্ত ১০ হাজার ৫১ জন। শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। 

শনিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান ।

তিনি জানান, শুক্রবার (৯ জুলাই) সকাল ৬ টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ৪৩৮ জনের নমুনা পরীক্ষ করে ১৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ঘন্টার শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৫১ জন। জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ২৫১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২৪ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৪ হাজার ৫২০ জন। এখন পর্যন্ত মোট ৩২ হাজার ১৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিল। এর মধ্যে ২৬ হাজার ৩২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলায় মোট করোনা শনাক্তের হার ২০.৩৮ ভাগ।

তিনি আরো জানান, ১ থেকে ১০ জুলাই পর্যন্ত মাত্র দশদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরো ৩৮ জনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৫৬ জন ও উপসর্গ নিয়ে ৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ১ মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরনের করোনা শনাক্ত হচ্ছে। এ ধরণ খুব দ্রুতই একজনের কাছ থেকে অন্যজনে ছড়ায়। এ কারণে জেলায় দ্রুতই করোনার শনাক্তের সংখ্যা বাড়ছে। তাই সবাইকে সচেতন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।