টাঙ্গাইলে নতুন করে ১৪জন করোনায় আক্রান্ত 

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০২:৩১ পিএম, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | ৫১৭

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ১৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫ জন, সখীপুর, বাসাইল ও  ভুঞাপুরে দুইজন করে, দেলদুয়ার, কালিহাতী ও ধনবাড়িতে একজন করে রয়েছেন।

এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৬৮৭ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭২জন। আরোগ্য লাভ করেছেন ৪০৩১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০৮ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৮০৯ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।