আরো ৫৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৮৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, শনিবার, ৩ এপ্রিল ২০২১ | ৪১৫

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একদিনে আরো ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হল। একই সময়ে দেশে আরো ৫ হাজার ৬৮৩ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তকৃতরোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। 

আজ শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে দেশের মোট ২২৭টি ল্যাবের তথ্য তুলে ধরে বলা হয়, ঘেল ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১টি নমুনা।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৮৮ হাজার ৭৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৫৮৫টি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গেল একদিনে আরও ২ হাজার ৩৬৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ আর নারী ২০ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ৩৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর,  ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

মৃতদের মধ্যে ৩৯ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের এবং ১ জন করে মোট ২ জন রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।