নাগরপুরে ৭ ও ২৬ শে মার্চ উদ্যাপনের প্রস্তুতিসভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, বুধবার, ৩ মার্চ ২০২১ | ৩৩৫

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান মহিলা ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান সহ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যম্যান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপনের জন্য প্রস্তুতিসভায় সিদ্ধান্ত গ্রহণ করেন।