মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১ | ৫৫৪

টাঙ্গাইলের মির্জাপুরে নদীরপার থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামে এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বংশাই নদীর গোড়াই খামারপাড়া এলাকায় এ অভিযানকালে এই জরিমানা করেন।

উপজেলা ভূমি অফিস সূত্র জানান, গোড়াই খামারপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বংশাই নদীরপার কেটে মাটি বিক্রি করছে। খবর পেয়ে রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাটি ভর্তি কয়েকটি ট্রাক আটক করা হয়। পরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলামের নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক জানান।