শ্রীমতি স্বস্তি ঘোষ ঠাকুরের পরলোকগমন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৯:১৩ পিএম, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ | ৬৮৬
টাঙ্গাইলের লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী স্বর্গত পূর্ণেন্দু মোহন ঘোষঠাকুরের পুত্রবধূ শ্রীমতী স্বস্তি ঘোষঠাকুর গত ৩১ জানুয়ারি কলকাতায় পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। 
 
আদতে আড়রার বাসিন্দা পূর্ণেন্দুবাবু পঞ্চাশের দশকে  সপরিবারে ভারতে চলে যান। টাঙ্গাইল শহরেই বসবাস করতেন তিনি। ঘোষঠাকুরদের শহরের ওই বাসস্থানের রূপবদল হয়ে টাঙ্গাইল আইন মহাবিদ্যালয় হয়েছে।  পূর্ণেন্দুবাবুর শ্বশুরালয় বাসাইল। সেখানকার প্রয়াত জমিদার হেমচন্দ্র রায়ের একমাত্র কন্যা সুরপ্রভাকে বিবাহ করেছিলেন টাঙ্গাইল আদালতের ওই আইনজীবী।
 
প্রয়াতা স্বস্তিদেবী পূর্ণেন্দু বাবুর দ্বিতীয় পুত্র স্বর্গত উৎসবানন্দ ঘোষঠাকুরের সহধর্মিনী। স্বস্তিদেবীর জৈষ্ঠ্য পুত্র ভারতের নামী সাংবাদিক শ্রী দেবদূত ঘোষঠাকুর ১৭ বছর কলকাতার আনন্দবাজার পত্রিকার চিফ রিপোর্টার ছিলেন।