টাঙ্গাইলে বারি সরিষা-১৪ জাতের প্রদর্শনীর মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ এএম, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ | ৫১৮

রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত বারি সরিষা-১৪ জাতের প্রদর্শনীর মাঠ দিবস গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মীরের বেতকা ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. শাহজাহান আনছারী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপ সহকারী কৃষি অফিসার মো. নুরুল ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুল জলিল মোল্লা, মোজাহার আহমেদ রন্জু, কৃষক আবদুল গনি মাস্টার প্রমুখ।