আবেদনকৃতরা উপবৃত্তি পাবেন সাক্ষাৎকার গ্রহণে


টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকরি কলেজের একাদশ শ্রেণির (২০১৭-২০১৮) সালের শিক্ষাবর্ষের যে সকল ছাত্র-ছাত্রীরা উপবৃত্তির জন্য আবেদন করছে তাদেরকে সাক্ষাৎকারের মাধ্যমে উপবৃত্তির আবেদন গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞতি প্রকাশ করছে কলেজটির অধ্যক্ষ।
কলেজের অধ্যক্ষ বেনজীর আহাম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞতিতে বলা হয়েছে, এতদ্বারা ইবরাহীম খাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির (২০১৭-২০১৮) শিক্ষাবর্ষের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে এই যে, উপবৃত্তি প্রদান নির্মিত্তে আবেদনকৃত ছাত্র-ছাত্রী সাক্ষাৎকার নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচী অনুযায়ী গ্রহণ করা হবে।
তাই যথা সময়ে আবেদনকৃত শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। সাক্ষাৎকার নেয়া হবে আগামী বৃহস্পতিবার ও শনিবার। দুপুর ১২টায়।
কলেজ সূত্রে জানা যায়, আবেদনকৃতরা যথাসময়ে সাক্ষাৎকারে উপস্থিত না হলে তাদের আবেদন বাতিল ঘোষণা হতে পারে।