শৈলকুপার চরপরমান্দপুর মাদ্রাসায় সরকারী
বই বিতরনে বাঁধা সত্তেও ইউএনও ও পুলিশের হস্তক্ষেপে বিতরন


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপরমান্দপুর ইবতেদায়ি মাদ্রাসায় সরকারী বই বিতরনে বাধা সত্তে¡ও ইউএনও ও পুলিশের হস্তক্ষেপে বিতরন করা হয়েছে।
সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা বই নিতে উপস্থিত হলে এলাকার জামাত নেতা আশরাফ আলী, রোকন, আব্বাস আলী, ইউনুস আলী, মোকাদ্দেস, ওয়াদ আলী, মতলেব, আরিফুল, মিজানুরস, ১৪ বছরের সাজা ভোগকারী কমিউনিস্ট পাটির নেতা কামরুলসহ অন্যান্যরা তাদেরকে বাড়ীতে ফেরত দেয়।
এসময় তারা স্কুলে তালা দিয়ে বৈধ শিক্ষকেদের মাদ্রসা থেকে বের করে দেয়। পরে দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির হস্তক্ষেপে কিছু বই বিতরন করা হয়।
বই বিতরন করেন চরপরমান্দপুর ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি মুক্তিযোদ্ধা আয়েন উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাধান শিক্ষক হাফিজা খাতুন, সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম, মোছাঃ মর্জিনা খাতুন, মোঃ আজগর আলীসহ এলাকাবাসী। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একটি কুচক্রী মহল প্রধান মন্ত্রীর বই উৎসব উদ্ধোধনের আগেই ২০১৭ সালের কিছু পুরাতন বই বিতরন করে ও শিক্ষাথীদের নিকট থেকে বই বাবদ ২০টাকা করে আদায় করেন।