অমুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে বললেন এমপি একাব্বর হোসেন

মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০২ পিএম, রোববার, ১৩ ডিসেম্বর ২০২০ | ১৬৬৮

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন মুক্তিযোদ্ধা না হয়েও যারা বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং সরকারি সুজোগ সুবিধা গ্রহন করছেন তারা পরকালের কথা চিন্তা করে সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করুন।

তিনি রবিবার টাঙ্গাইলের মির্জাপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র শহীদুর রহমান, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও সিদ্দিকুর রহমান।

এর আগে সকাল এগারটায় উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চের সামনে থেকে মুক্তিযোদ্ধা জনতার একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুরাতন বাসষ্ট্যান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মিলিত হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে সমাবেশে অংশ নেয়।

এমপি একাব্বর হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলাম। স্বাধীন দেশে যখন দেখি অমুক্তিযোদ্ধাদের লাফধাপ তখন মনে বড় কষ্ট লাগে।