ধারণার চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে মার্কিন নির্বাচন

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ পিএম, বুধবার, ৪ নভেম্বর ২০২০ | ৪১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ধারণার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে প্রধান সুইং স্টেট বা যুদ্ধক্ষেত্রগুলোতে বিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিরোধী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। 

যদিও ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলেছেন। সেই সঙ্গে ভোটে বিরোধীদের ‘চুরির চেষ্টা’র অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দিয়ে রেখেছেন। 

এর আগে সমর্থকদের উদ্দেশ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি জয়ের পথেই আছেন। 

ইলেকটোরাল ভোটে এখন পর্যন্ত জো বাইডেন স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও এখনো লাখ লাখ ভোট গণনা বাকি। ফলে কোনো প্রার্থীর বিজয় ঘোষণার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাছাড়া নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণও এখনো পাওয়া যায়নি। তাছাড়া এবছর সবচেয়ে বেশি মানুষ মেইলে ভোট (আর্লি ভোট) দিয়েছেন, এসব ভোট গণনা হবে সব শেষে।

এই পরিস্থিতিতে চূড়ান্ত ফলাফল পেতে মার্কিনদের কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।

৩ নভেম্বর নির্বাচনের আগে ১০ কোটির বেশি ভোট মেইলে ভোট দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একশ বছরের ইতিহাসে এবারের মতো এতো বেশি ভোট কখনো পড়েনি।

বিভিন্ন জরিপে বাইডেন বেশ এগিয়ে রয়েছেন। তবে ট্রাম্প এসব নির্বাচনপূর্ব জরিপকে আন্দাজের বেশি কিছু মানছেন না। যাই হোক বাইডেন এখনো লড়াইয়ে আছেন এবং ফলাফল কোন পক্ষে যাবে তা এখনো পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোটাররা মূলত নিজ নিজ অঙ্গরাজ্যভিত্তিক প্রতিদ্বন্দ্বিতায় ভূমিকা রাখেন। এখানে প্রধান নিয়ামক হয়ে ওঠে ইলেকটোরাল কলেজ ভোট। নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। প্রতিটি অঙ্গরাজ্যে জনসংখ্যার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মোট ইলেকটোরাল কলেজ রয়েছে ৫৩৮টি। কোনো প্রার্থী মোট প্রদেয় ভোটের ৫০ শতাংশের বেশি পেলে তিনি সেটি অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে ধরে নেয়া হয়। 

ট্রাম্প এরই মধ্যে ফ্লোরিডা, ওহাইও, টেক্সাস এবং আইওয়াতে বিজয় নিশ্চিত করেছেন। অ্যারিজোনা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়াতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জো বাইডেন ২২৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, ট্রাম্প পেয়েছেন ২১৩টি। 

তবে নয়টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের বিষয়ে এখনো সম্ভাব্য ফলাফল জানা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে: আলাস্কা (৩), অ্যারিজোনা (১১), জর্জিয়া (১৬), মেইনে (৪), মিশিগান (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলাইনা (১৫), পেনসিলভানিয়া (২০) এবং উইসকনসিন (১০)।

ফলে চূড়ান্ত ফলাফল জানতে আরো অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

অপরদিকে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে। সেখানে তারা এখন পর্যন্ত পেয়েছে ১৮০ আসন আর রিপাবলিকানরা পেয়েছে ১৭১। নিম্নকক্ষের নিয়ন্ত্রণে মোট আসন দরকার ২১৮।

তবে সিনেটের নিয়ন্ত্রণ পেতে বেশ বেগ পেতে হচ্ছে ডেমোক্র্যাটদের। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জানা যাচ্ছে, ডেমোক্র্যাটদের ঘরে গেছে ৪৬টি আসন আর রিপাবলিকানরা পেয়েছে ৪৭। সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫০টি আসন।