টাঙ্গাইলে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:৩৮ পিএম, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ | ৭৭৪

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ঘাটাইলে ২ জন, টাঙ্গাইল সদর, নাগরপুর ও মধুপুরে একজন করে রয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩৩১০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫৯জন। আরোগ্য লাভ করেছেন ৩০৮৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৭৯৭ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।