কালিহাতীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে ২ দিন ব্যাপী অবহিতকরণ সভার সমাপ্তি


টাঙ্গাইলের কালিহাতীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করনের জন্য ২ দিন ব্যাপী অবহিত করণ সভার সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি সিডিসি’র আয়োজনে এবং এসেন্ড বাংলাদেশ’র সহযোগিতায় ওই সভার সমাপ্তি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালাজ্বর নির্মূল প্রোগ্রামের এসএমও ডা. আবু নাঈম, কীটতত্ত্ববিদ মোসাদ্দেকুর রহমান মুন্না,আসাদুজ্জামান, উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপালোক মুখার্জি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা.মোজাম্মেল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ, উপজেলা আনসার ও ভিডিপি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী প্রমূখ।