সেই ৭০ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আ লীগ নেতা লিটন

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২ পিএম, বুধবার, ৫ আগস্ট ২০২০ | ৪৯৪

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার কারনে সেতুতে আশ্রয় নেওয়া সেই ৭০ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লিটন।

বুধবার দুপুরে আবুল কালাম আজাদ লিটনের পক্ষ থেকে প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকা করে ৩৫ হাজার টাকা বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আফরোজা আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী আবুল হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, ছাত্রলীগ নেতা টুটুল চৌধুরী প্রমুখ।

উপজেলা সদরে পুষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) বন্যার পানিতে অধিকাংশ বাড়িঘর নিমজ্জিত হয়ে গেছে। এতে ওই পাড়ার অন্তত ৭০ টি পরিবার বংশাই নদীর ওপর নির্মিত একাব্বর হোসেন সেতুতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া মানুষগুলো প্রায় দুই সপ্তাহ যাবত ওখানে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছে।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার সভাপতি এবং মির্জাপুর উপজেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ লিটনের। তিনি ওই ৭০ টি পরিবারের প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষনা দেন।

বুধবার তার পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বংশাই নদীর ওপর নির্মিত একাব্বর হোসেন সেতুতে আশ্রয় নেওয়া ৭০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।