ঘাটাইলে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন মাসুদুর রহমান আজাদ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩ এএম, শনিবার, ২৩ মে ২০২০ | ৫৬১

মানুষ মানুষের জন্য এই  প্রতিপাদ্যে  করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ   ঈদ উপহার হিসেবে  বিতরণ  করেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক   আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ ।

শুক্রবার  (২২ মে) বিকেলে  তার নিজ বাসভবন থেকে  পৌরসভায় এবং ঘাটাইলের বিভিন্ন এলাকা থেকে আগত  প্রায় ২শতাধিক   ভিক্ষুকের মাঝে এই সহায়তা প্রদান করেন তিনি।

এসময় আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মানুষ কর্মহীন হয়ে ঘরে থাকার যুদ্ধ করছে।

ইতোমধ্যে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার বিভিন্ন  এলাকায় কর্মহীনপরিবার  খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি । এখন পবিত্র মাহে রমজান। ঈদুল ফিতরও আসন্ন। তাই ভিক্ষুকরা   যাতে  এই ঈদে সামান্য হলেও তাদের পছন্দের কেনাকাটা করতে পারেন সেই চিন্তা থেকে তিনি তার ব্যক্তিগত অর্থ বিতরণ করছেন।

তিনি আরো বলেন,তারা তো এই সমাজের মানুষ তাই আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত এই সময়ে তাদের পাশে দাড়ানো। আমার এই ক্ষুদ্র প্রয়াসে তাদের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগছে।