কুলখানিতে নিহতদের ঘটনায় তদন্ত কমিটি
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সোমবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. রমিজ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল বন্দরনগরীর আশকারদীঘির পাড়ে রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত সদ্যঃপ্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছেন আরো অনেকে।
