দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬৯ জন , মৃত্যু ১১


গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জনে। এসময়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ১১ জন মারা গেছেন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। এসব নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭টি ল্যাবে।
আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকা সিটি ও ঢাকা এলাকার বলেও উল্লেখ করেন নাসিমা সুলতানা। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের ২৪৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট তিন হাজার ১৪৭ জন সুস্থ হলেন।
মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৪ জন। মারা যাওয়া এই ১১ জনের মধ্যে পাঁচজনই ঢাকা সিটির বাসিন্দা, অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জের একজন, নরসিংদীর একজন, চট্টগ্রাম বিভাগের দুজন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন। এদের বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি বলেন, ৫১ থেকে ৬০ বছর বয়সসীমার ৩ জন, ৬১ থেকে ৭০ এর মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের বয়সসীমার দুজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সসীমার একজন।
গেল বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় গেল ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে পঞ্চাশ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার দ্রুত বাড়তে শুরু করেছে।