টাঙ্গাইলে করোনা আক্রান্ত চিকিৎসক সুস্থ্য হয়েছেন


টাঙ্গাইলে করোনা আক্রান্ত এক চিকিৎসক চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। এতে সোমবার পর্যন্ত জেলায় মোট ৫১ জন আক্রান্তের মধ্যে সুস্থ্য হলেন ১২ জন। এছাড়া ২ জন মারা গেছেন এবং চিৎিসাধীন আছেন ৩৭ জন।
তথ্যটি নিশ্চিত করে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা: আজিজুল হক বলেন সুস্থ হওয়া চিকিৎসক আব্দুল্লাহ আল মনছুর টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত।
তার বাড়ি ঘাটাইল উপজেলায় হলেও তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি এখন সুস্থ্য হয়ে সোমবার বাসায় ফিরে গেছেন। তিনি টাঙ্গাইল করোনা ইউনিটে চিকিৎসা নেন।
তিনি আরো বলেন এখন পর্যন্ত জেলার ২৪৩৫ জনের নমুনার ফলাফল পেয়েছি। এছাড়া সোমবারের ১০৫ নমুনাসহ মোট ৩৬২ জনের রিপোর্ট আসে নাই। হোম কোয়ারেন্টাইনে ১৯৩২ জন আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শূন্য।