দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ ৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, মঙ্গলবার, ৫ মে ২০২০ | ৪৭৯

টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামী-স্ত্রীসহ তিন জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। 

উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের রবিউল ও তার স্ত্রী শাহিনা বেগম এবং পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের শামীমের নমুনা টেস্টে করোনা পজেটিভ ধরা পড়ে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিঞা জানান, এ পর্যন্ত দেলদুয়ার উপজেলা থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিলো। তার মধ্যে তিন জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) সনাক্ত হয়েছে।