বাগাতিপাড়ায় জাপা নেতার ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৬ পিএম, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | ৬৯১

নাটোরের বাগাতিপাড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জামনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ও উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সাধারন সম্পাদক এবং তকিনগর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সেলিম রেজা।

শনিবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের নিজ গ্রাম বাঁশবাড়িয়ার  ২০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস মোকাবেলায় খেটে খাওয়া এসব নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়া  এসব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।